চেন্নাইয়ে বন্যা, মৃতের সংখ্যা ২৬৯

ভারী বর্ষণে ভারতের চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতোমধ্যে চেন্নাই পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।

অন্যান্য দিনের মতো এদিনও বিমান চলাচল বন্ধ ছিলে। বৃষ্টি না থামলে পরিষেবা স্বাভাবিক হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

বর্তমানে শহরের বিভিন্ন জায়গায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬শ কর্মী। ইতোমধ্যে ৪ হাজরেরও বেশি মানুষকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার পর্যন্ত শহরের সমস্ত সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।

সূত্র: এনডিটিভি



মন্তব্য চালু নেই