চুয়েটে মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ব্যানার, পোষ্টার, দেয়াল লিখনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন সংলগ্ন এলাকায় বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্রদের দাবি সম্বলিত যেসব ব্যানার, পোষ্টার আছে তা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষ এসব ব্যানার-পোস্টার অপসারণ করবে বলেও উল্লেখ করা হয়েছে।

আবাসিক হলগুলোতে দেয়া ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞার কারণে জামায়াত নেতা মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ‍বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া সাজা কমিয়ে আপিল বিভাগের দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে চাইলেও ব্যর্থ হয়েছে।



মন্তব্য চালু নেই