চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিটস্টোকে কৃষকের মৃত্যু

শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ফরজ আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কৃষক ফরজ আলী জুড়ানপুর পশ্চিমপাড়ার মৃত বুদো মিয়ার ছেলে।

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকিলা নাজমিন জানান, সকালে গ্রামের মাঠে নিজের পেঁপে বাগানে কাজ করছিলেন ফরজ আলী। প্রচন্ড গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৭৭ শতাংশ। তিনি জানান, মাঝারি ধরণের এ আদ্রতা আরও কিছুদিন চলবে।



মন্তব্য চালু নেই