চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এতে আহত হয়েছে চার শতকাধিক লোক।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি ও রয়টার্স অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

তিয়ানজিনের বন্দর এলাকার একটি গুদামে বৃহস্পতিবার প্রথম প্রহরে (রাত) এই বিস্ফোরণ ঘটে। এই গুদামে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক পদার্থ ও গ্যাস মজুদ ছিল। সেখানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দূর থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঁচুতে উড়তে দেখা গেছে। গুদামের ভবনগুলো পুড়ে গেছে এবং গুঁড়িয়েও গেছে।

স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে কেঁপে ওঠে গুদামের আশপাশের এলাকা। আবাসিক ভবনগুলোও কেঁপে ওঠে। প্রায় দেড় কোটি মানুষের শহর তিয়ানজিনে এখন আতঙ্ক বিরাজ করছে।

এদিকে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন অগ্নিনির্বাপণকর্মী রয়েছে। এ ছাড়া এই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও ধসে পড়েছে।



মন্তব্য চালু নেই