চীনে বায়ুদূষণ: প্রথমবারের মতো বেইজিংয়ে রেড এলার্ট জারি

ভয়াবহ বায়ুদূষণের জন্য চীনের রাজধানী বেইজিংয়ে প্রথমবারের মতো সর্বোচ্চ সতর্কতা ‘রেট এলার্ট’ জারি করা হয়েছে। বাচ্চাদের স্কুল এবং রাস্তার বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সর্বোচ্চ সতর্কতা মঙ্গলবার সকাল থেকে শুরু করে বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকবে।

বিভিন্ন কলকারখানা বন্ধ করার আদেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং গাড়ি ব্যবহারের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় বেইজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্রে বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ১০ গুণ বেশি দেখায়। বেইজিংয়ের চারদিকে ঘন ধোঁয়াশার সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান হিসেবে বাতাসে প্রতি ঘনমিটারে ২৫ মাইক্রোগ্রাম বিষাক্ত ক্ষুদ্র কণা থাকলে তাকে নিরাপদ বলে বিবেচনা করা হয়। অথচ সোমবার সকালে বেইজিংয়ে বাতাসে বিষাক্ত ক্ষুদ্র কণার তীব্রতা প্রায় ২৯১ মাইক্রোগ্রাম ছিল।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী তিন দিন ঘন ধোঁয়াশায় শহরটির আকাশ ঢাকা থাকতে পারে।

রেড এলার্ট চীনে দূষণের সর্বোচ্চ সতর্কতা। এর আগে এখানে কখনোই এরকম মাত্রায় সতর্কতা জারি করা হয়নি। রেড এলার্টটি এমন সময়ে জারি করা হল যখন কিনা চীন প্যারিসে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করছে।

সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই