চীনের ৫ হাজার সিনেমা হলে এবার ‘বাহুবলী’

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের ‘পিকে’র পর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে যাচ্ছে ভারতের ইতিহাসের অন্যতম ছবি ‘বাহুবলী’। শুধু তাই না, চীনের অন্তত পাঁচ হাজারের বেশী সিনেমা হলে ‘বাহুবলী’ প্রদর্শন হবে বলেও জানা গেছে।

‘পিকে’র বিশাল সাফল্যের পর এবার চীনে যাচ্ছে ভারতের সবচেয় ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’। ইতিমধ্যে চীনের সাথে সব বিষয়ে চূড়ান্ত হয়ে গেছেও বলে জানা গেছে।

এ সম্পর্কে ‘বাহুবলী’ বিজনেস ডিস্ট্রিবিউটর থেকে জানানো হয়, বাহুবলীর প্রযোজকদের সাথে ‘অরকা মিডিয়াওয়ার্কস’-এর চুক্তি হয়েছে। শীঘ্রই ছবিটি চীনের অন্তত পাঁচ হাজার সিনেমা হলে মুক্তি দেয়া হবে।

এই কম্পানির হাত ধরেই চীনে এ বছর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ছবি ‘পিকে’।

উল্লেখ্য, এস এস রাজামউলের নির্মাণে ‘বাহুবলী’ চলতি বছর জুলাইয়ে ভারতে মুক্তি পায়। ছবিটি ইতিমধ্যে দেশের ভেতর আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে জায়গা করে নিয়েছে।



মন্তব্য চালু নেই