চীনের রাস্তায় ভবিষ্যতের বাস

দেখে মনে হতে পারে ভবিষ্যতে চলে গেছেন। কিন্তু বাস্তবেই এমন কিছু তৈরি করেছে চীন। দেশটির রাস্তায় নেমেছিল ভবিষ্যতের বাস।

প্রায় দুই মিটার উচ্চতার এবং মাঝ দিয়ে যানবাহন চলাচল করার সুবিধাসহ ট্রানজিট এলিভেটেড বাসটি(টিইবি) চীনের হেবেই প্রদেশের শহর কিনহাওংদায়ের সড়কে এ সপ্তাহে পরীক্ষামূলকভাবে নামানো হয়।

বিদ্যুৎচালিত বাসটি একইসাথে ৩শ যাত্রী বহনে সক্ষম। যাত্রীদের সুবিধার্থে যথেষ্ট জায়গা সম্বলিত বাসটি ভেতরে ৭২ ফিট লম্বা ও ২৫ ফিট চওড়া।

কর্তৃপক্ষ আশা করছে এই বিশেষ বাসটি ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম হবে।

প্রকল্পটির প্রধান প্রকৌশলি সং ইয়ুজহাও বলেন, ‘অত্যাধুনিক এই বাসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সড়কে অনেক জায়গা বাঁচাবে।’

‘সাবওয়ের মতো এই বাসের কাজ একই ধরণের। তবে সাবওয়ের চেয়ে এর ব্যয় এক-পঞ্চমাংশ কম।’ জানালেন প্রকল্পটির আরেক প্রকৌশলি বাই ঝিমিং।

একটি টিইবি বাস অন্তত ৪০টি সাধারণ বাসের জায়গা নিতে পারে বলা হলেও চীনের সব রাস্তায় এটি চলতে পারবে কিনা সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি কর্তৃপক্ষ।

মে মাসে ১৯তম চীন বেইজিং আন্তর্জাতিক হাই-টেক এক্সপো-তে এমন একটি বাসের মিনি মডেল দেখিয়েছিল তারা। এর এক মাস পরেই আগস্টে পরীক্ষামূলকভাবে বাসটি চালু করার ঘোষণা দেয় তারা।

এদিকে চীনের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে তো বিশ্বাসই করতে চাইছেন না। লিখেছেন, ‘আমি কিছুদিন আগে এর ছবি দেখেছি, এটা কি সত্যি?’

আরেকজন বলেন, ‘কিছুদিন আগেই এর ছবি দেখেছি, আর এখন এটা বাস্তবে!’



মন্তব্য চালু নেই