চীনের যুদ্ধবিমানের প্রথম নারী বৈমানিক নিহত

চীনের জে-১০ যুদ্ধবিমান চালানো প্রথম নারী বৈমানিক ইয়ু জু (৩০) প্রশিক্ষণকালীন একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শনিবার দেশটির হেবেই প্রদেশে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি আজ প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

তার ভক্ত-সমর্থকরা তাকে ‘সোনালী ময়ুর’ নামেও ডাকতো বলে জানায় চীনের ইংরেজী ভাষার পত্রিকা গ্লোবাল টাইমস। বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের তথ্য থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

দুর্ঘটনার সময় পুরুষ সহকর্মী নিরাপদে বের হয়ে আসতে পারলেও আরেকটি বিমানের ধাক্কায় নিহত হন ইয়ু জু। যু্দ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিমান থেকে বের হতে পেরেছিলেন ইয়ু জু। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে এমনটি জানা যায়।

সিচুয়ান প্রদেশের চোংঝৌয়ে বেড়ে উঠা ইয়ু জু ২০০৫ সালে চীনের বিমানবাহিনী পিউপল’স লিবারেশন আর্মিতে (পিএলএ) যোগদান করেন।

৪ বছরের প্রশিক্ষণ শেষে প্রথমবারের মতো ১৬ জন চীনা নারীর সাথে তিনি যুদ্ধবিমান চালনার যোগ্যতা অর্জন করেন। এরপর ২০১২ সালের জুলাইয়ে প্রথম নারী হিসেবে জে-১০ যুদ্ধবিমানের বৈমানিক হন।



মন্তব্য চালু নেই