চীনের মন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস মিনিস্টার ঝেং শাওসং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। দীর্ঘ ৫০ মিনিট এ বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানান।

শায়রুল কবীর জানান, বৈঠকে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

অন্যদিকে চীনের ভাইস মিনিস্টার ঝেং শাওসং-এর নেতৃত্বে পাঁচ সদস্যর একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৩ অক্টোবর শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠকের আলোচ্যবিষয় সম্পর্কে আজকে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।



মন্তব্য চালু নেই