‘চীনের প্রাচীরের নিচেই পৃথিবীর সবচেয়ে গভীর ও বড় রেলস্টেশন তৈরি হবে’

২০২২ সালের শীতকালীন অলিম্পিককে সামনে রেখে গ্রেট ওয়ালের নিচেই পৃথিবীর সবচেয়ে গভীর এবং বড় স্টেশন বানাবে চীন। চীনের প্রাচীরের নিচে সবচেয়ে জনপ্রিয় এলাকা বেডালিং-এ এই স্টেশনটি তৈরি করা হবে৷

চেন বিন নামে চীনা রেলওয়ের এক কর্মকর্তা বলেন, প্রায় ৩৬ হাজার স্কোয়ার মিটারের বেডালিং স্টেশনটি সমতল থেকে প্রায় ৩৩৫ ফিট ভূ-অভ্যন্তরে স্থাপন করা হবে। আয়তনে এটি পাঁচটি ফুটবল মাঠের সমতুল্য হবে৷ এটি পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর রেল স্টেশন হবে বলে দাবি করেন ওই রেল কর্মকর্তা৷

প্রতিদিন গড়ে প্রায় হাজারেরও বেশি মানুষ চীনের প্রাচীর দেখতে ভিড় জমান৷ নববর্ষের ছুটির দিনে সেই সংখ্যাটা প্রায় ২০ হাজেরের কাছাকাছি চলে যায় বলে দাবি চীনের এক সংবাদপত্রের৷ ২০২২ শীতকালীন অলিম্পিকের আসর চীনের রাজধানী বেজিং ও ঝেংজিয়াকুর, এই দুই শহরে বসবে৷ দেশের পাশাপাশি ভিড় বাড়বে বিদেশী পর্যটকদেরও৷ ফলে সেই চাপ যাতে পরিবহণ ব্যবস্থায় কোনো সমস্যা তৈরি না করে তাই এই ধরণের রেল প্রকল্পের উদ্যোগ নেয় জি জিনপিং-এর সরকার৷ এই প্রকল্পটি আগামী ২০১৯ এর মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে বেজিং৷ এর জন্য খরচ হবে ৪০০ মার্কিন ডলার৷

পাহাড় ও ঝুঁকিপূর্ণ পরিবেশের জন্য এই জায়গায় স্টেশন তৈরি করা এখন একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার৷ এই স্টেশন তৈরি করতে গিয়ে যাতে চীনের প্রাচীরে কোনো ক্ষতি না হয় তারজন্য বিশেষ সতর্কতা নিচ্ছে চীনা সরকার৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই