চীনকে রুখতে ভিয়েতনামকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ভারত

ভারতের মিজোরামের ভাইরাংতে গ্রামের ঘন জঙ্গল। তার মধ্যে ভিয়েতনাম সেনার তিন জওয়ান তল্লাশি চালাচ্ছে তিন সন্ত্রাসবাদীর খোঁজে। ‘‌টার্গেট’‌–এর খোঁজ পেতেই নিঃশব্দে পিছনে গিয়ে বন্দুক উঁচিয়ে ধরল তারা।

না, কোনও বাস্তব অভিযানের দৃশ্য নয়। জঙ্গল যুদ্ধের কৌশল শেখাতে এভাবেই ভিয়েতনামের সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনা। এই প্রশিক্ষনে তাদের সরবরাহ করা হচ্ছে ইনসাস রাইফেলও।

পাশাপাশি শেখানো হচ্ছে ছদ্মবেশ ধারণের বিশেষ কৌশলও। কয়েকদিন আগেই পাকিস্তানকে অস্ত্রসাহায্য করেছে চীন। তাদের পাল্টা চাপে রাখতেই ভারতীয় সেনার এই কৌশল বলে মনে করছেন অনেকে।

১৯৭৯ সালে চীনের সঙ্গে যুদ্ধের পর থেকেই ভিয়েতনামের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। এই সুযোগকেই কাজে লাগাতে চায় ভারত। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও উন্নত করছে ভারত। এর ফলে পাকিস্তানকেও চাপে রাখতে পারবে ভারত।

পাশাপাশি আরও শোনা যাচ্ছে যে, মিসাইল তৈরির প্রযুক্তি দিয়েও ভিয়েতনামকে সাহায্য করতে পারে ভারত। এছাড়া বিমান সেনাকেও দেওয়া হতে পারে বিশেষ প্রযুক্তি। ‌



মন্তব্য চালু নেই