চিড়িয়াখানায় মারা গেল চারটি গোসাপ, কারণ কী

এখনও দিল্লিতে রয়েছে শীতের পরশ। তাই এখনও কাটেনি তাদের শীতঘুম। কিন্তু, ঘুম ভাঙার আগেই মারা গেল সে শহরের চারটি ‘মনিটার লিজার্ড’।

রাজধানী শহরের চিড়িয়াখানা ছিল তাদের বাস। শীতঘুমে ডুবে ছিল গত কয়েক মাস ধরে। চিড়িয়াখানার কিউরেটর রিয়াজ খামের খানের কথায়, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ‘হাইবারনেশন’-এ চলে যায় মনিটার লিজার্ড বা গোসাপরা। এই সময়, তাদের কোনও রকম বিরক্ত করা হয় না। এমনকr, এই সময়ে, কোনও খাবার বা জলও দেওয়া হয় না এই গোসাপগুলিকে।

২৮ জানুয়ারি, জু-এর এক রেঞ্জার চারটি গোসাপকে তাদের বাসস্থান থেকে বের করে আনে। যার ফলে, চারটি গোসাপই মারা যায়। এই কাজের জন্য তাকে জু কর্তৃপক্ষ কোনও আদেশও দেয়নি। তা সত্ত্বেও কেন ওই রেঞ্জার এমন কাজ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফেব্রুয়ারির ১, ২, ১১ ও ১৫ তারিখে যথাক্রমে একটি একটি করে মারা যায় গোসাপগুলি। জু কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, গোসাপগুলির মৃত্যু হয়েছে ‘শক’-এর কারণে। বর্তমানে, দিল্লির চিড়িয়াখানায় আর কোনও মনিটার লিজার্ড নেই।



মন্তব্য চালু নেই