‘চিঠি নয়, ডিরেক্ট অ্যাকশন নেওয়া হবে’

‘আসন্ন পৌরসভা নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে এখন আর সতর্ক করে চিঠি দেওয়া হবে না। তার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নেওয়া হবে।’

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মো. শাহ নেওয়াজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

কমিশনার শাহ নেওয়াজ বলেন, ‘কিছু দিন ধরে অনেক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমরা শুনেছি। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এমন সংবাদ প্রচার হয়েছে। তাই কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে হুঁশিয়ার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। এখন থেকে আর কাউকে চিঠি দিয়ে সতর্ক করা হবে না। যে-ই আচরণবিধি লঙ্ঘন করবে, তার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৭০ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে আমরা দেখেছি, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় নির্বাচন হবে।



মন্তব্য চালু নেই