চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরের পথে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাত ১১টা ৫৫মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চিকিৎসার জন্যে সিঙ্গাপুর যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে মির্জা ফখরুল ইসলাম জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা করবেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর যাবেন।

মির্জা ফখরুল ঘাড়ের নার্ভ ব্লকের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। টানা ছয় মাস ১০দিন কারাবন্দি থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্তি পান। কারাবন্দী অবস্থায় তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। পরে উচ্চ আদালতের নির্দেশে তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের রিপোর্টের আলোকে আদালত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে জামিনে মুক্তি দেন।



মন্তব্য চালু নেই