চিকিৎসায় স্বাভাবিক জীবন পেতে পারে শিশু সাব্বির হোসেন

সিরাজুর ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহন করেই মুখ ও নাকের সাথে সংযোগ ছাড়া ঠোট কাটা রোগ নিয়ে পৃথিবীতে আলোর মুখ দেখছে সিরাজগঞ্জ সদর উপজেলায় কালিয়া কান্দাপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (শুভ)।

শিশুটির বাবা ফরিদুল ইসলাম পেশায় একজন রিক্সা চালক। দৈনিক রোজগার করলে পেটে ভাত ওঠে অন্যথায় না খেয়ে থাকতে হয় পরিবারের সবাইকে আর সাব্বিরের চিকিৎসা করতে প্রয়োজন প্রায় চল্লিশ হাজার টাকা। সন্তানের সুস্থ জীবন ফিরে পেতে তার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসাদ্ধ ব্যাপার।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক জানান, ৫-৬ কেজি ওজন হলে দ্রুত সময়ে চিকিৎসা করলে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে শুভ। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ হাজার ঠোঁট কাটা শিশু জন্মগ্রহণ করে।

এ ধরনের একটি শিশুর অপারেশন করতে হলে প্রয়োজন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। যাদের সামর্থ্য আছে তারা ঠিকই নিজের শিশুকে চিকিৎসার মাধ্যমে ভাল করে স্বাভাবিক জীবনে নিয়ে যেতে পারেন।
বিস্তারিত জানতে সাহায্যর জন্য, ০১৭০৪০২৯৬৫৭



মন্তব্য চালু নেই