চিকিৎসকের ঘুষিতে রোগীর মৃত্যু (ভিডিও)

মানুষ অসুস্থ বা আহত হয়ে হাসপাতালে যায় চিকিৎসার। সেখানকার চিকিৎসক ও সেবিকারা তাদের সেবা আর ভালোবাসা দিয়ে রোগিদের সারিয়ে তোলেন। কিন্তু রাশিয়ায় দেখা গেল ভিন্ন চিত্র। সেখানকার এক হাসপাতালে ডাক্তারের ঘুষিতে প্রাণ হারিয়েছেন চিকিৎসার জন্য ভর্তি হওয়া মধ্যবয়সী এক পুরুষ রোগী।

গত ২৯ ডিসেম্বর রাজধানী মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দূরের বেলগ্রেদ শহরে ওই ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

ইউটিউবে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, হাসপাতালের এক নার্স ওই রোগীকে প্রথমে লাথি মারেন। এরপরই সেখানকার এক চিকিৎসক এসে অনবরত তার মাথায় ঘুষি মেরেই চলেন। তারা অমানবিক নির্যাতনে অচেতন হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে মারা যান।

এই ঘটনাকে ‘অনৈচ্ছিক নরহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন এক রুশ কর্মকর্তা। তবে ওই রোগীর মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের হাতে রোগী প্রহৃত হওয়ার এই নেক্কারজনক ঘটনাটি হাসপাতালের সিটিভিতে ফুটেজে ধারণ করা হয়েছিল যা পরে প্রকাশিত হয়।

ওই রোগীর নাম ইয়েভজেনি বাখতিন। ৫৬ বছরের ওই ব্যক্তি বেলগ্রাদ শহরের বাসিন্দা ছিলেন। যে ‍চিকিৎসকের হাতে তার মৃত্যু হয়েছে তার নামও প্রকাশ করেছে স্থানীয় বেসরকারি চ্যানেল রেন টিভি। তার নাম ইলিয়া জেলেনডিনভ।

ভিডিওটি দেখতে ক্লিক করুন



মন্তব্য চালু নেই