চা বিক্রি করে বিশ্বভ্রমণ! (ভিডিও)

অনেকেরই স্বপ্ন থাকে বিশ্ব ঘুরে দেখার। কিন্তু সারাজীবন অর্থ উপার্জন করেও এই স্বপ্ন পূরণ হয়না অনেকের। অধরাই থেকে যায় ঘুরে বেড়ানোর সাধ। এক্ষেত্রে ব্যতিক্রম ভারতীয় নাগরিক বিজয়ান।

দেশটির কেরালা প্রদেশের এর্নাকুলাম শহরে বাস করা ৬৫ বছর বয়সী এই নাগরিক পেশায় একজন চা বিক্রেতা। তার স্ত্রী কখনোই শহরের বাইরে যাননি। স্ত্রী ও তার স্বপ্ন পূরণ করতে সারাজীবন ধরে অর্থ জমা করেছেন বিজয়ান। আর সেই অর্থ দিয়েই ঘুরে বেড়িয়েছেন ১৬টি দেশ। এছাড়াও ঘুরেছেন ভারতের বিভিন্ন স্থানেও।

প্রতি তিন বছরে নিজেদের জমানো টাকা দিয়েই তিনি ঘুরে বেরিয়েছেন। নিজেদের চায়ের দোকান বন্ধ রেখে চলে যান বিশ্বের কোনো অভিজাত ও সুন্দর স্থানে।

স্বাভাবিকভাবেই তাদের বন্ধু ও আত্মীয়রা এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। তাদের অভিযোগ এই টাকা দিয়ে আরো ‘ভালো কোনো বিনিয়োগ’ করা সম্ভব। কিন্তু বিজয়ান ও তার স্ত্রী মোহনা এমন কথায় কান দেন না। ঘুরে বেড়ান তাদের স্বপ্নের এলাকায়।

তাদেরকে নিয়েই ইনভিজিবল উইংস নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে।

ভিডিওটি দেখুন এখানে:



মন্তব্য চালু নেই