চার ঘণ্টা পর ক্যাম্পাসে ফিরলো জবি শিক্ষার্থীরা

পুলিশের ব্যারিকেড ভেঙে রায়সাহেব বাজার মোড়ে প্রায় চার ঘণ্টা অবস্থানের পর ক্যাম্পাসে ফিরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে বুধবারও তাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি তারা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও এই আন্দোলনে সমর্থন দেয়ার জন্য আহ্বান জানান।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পূর্বঘোষিত ছাত্র ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

জানা যায়, জবির আন্দোলনরত শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল নিয়ে ফিরে যান। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী পুরান ঢাকার রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকায় এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে পুরান ঢাকার সঙ্গে ঢাকার অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জনদুর্ভোগে তীব্র আকার ধারণ করে। রায়সাহেব বাজার মোড়ের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান এসময় বন্ধ থাকতে দেখা গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানালেও তারা সাড়া দেননি। আন্দোলনকারীদের অন্যতম সংগঠক বাংলা বিভাগের রাশেদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া কারও সঙ্গে আলোচনায় বসা হবে না।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এ বিষয়ে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা এ আহ্বানে সাড়া দেননি।

দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, পুলিশ তাদের কাজ করবে তাদের মত। পুলিশের কার্যক্রম সম্পর্কে আমরা কিছুই জানি না। এছাড়া পুলিশের কাছে বিভিন্ন তথ্য থাকে সেক্ষত্রে তারা সে বিষয়ে জানেন।



মন্তব্য চালু নেই