চামড়া পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার

কোরবানির পশুর চামড়া ঢাকা শহরের বাহিরে যেতে দেয়া হবে না । পশুর চামড়া যাতে পাচার হতে না পারে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। চামড়া পাচারের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

রোববার রাজধানীর মেরুল বাড্ডা আফতাব নগর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

তিনি বলেন, কোনো চামড়া ঢাকা শহরের বাহিরে যেতে দেয়া হবে না। তবে বাহিরের জেলা হতে চামড়া ঢাকায় আসতে কোন বাঁধা নেই। এ সময় আসন্ন ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে কোরবানির পশুর হাটের আইন শৃংখলার পরিস্থিতি অনেক ভালো। পশুর হাটের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রয়েছে। প্রতিটি পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র ও বড় অংকের টাকা স্থানান্তরের জন্য পুলিশের মানি স্কট ব্যবস্থা রয়েছে।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই