চাটমোহরে হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পুড়ছে পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চল। কাঠফাটা রোদে মানুষ ও পশু পাখির প্রাণ ওষ্ঠাগত। কোথাও স্বস্তি নেই। খাঁ-খাঁ করছে মাঠ, ঘাট, পথ-প্রাস্তর। অসহ্য গরমে হিটস্ট্রোক, ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হিটস্ট্রোকে চাটমোহরে গত বৃহস্পতিবার ২ জন মারা গেছেন। এরা হলেন, পার্শ্বডাঙ্গার রফিকুল ইসলাম (৩২) ও আটলংকা নতুন পাড়ার আঃ জলিল (৪০)।

তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চাটমোহরসহ আশপাশের উপজেলায় ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গত ৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা নিয়েছে। ২০ জনের বেশি শিশু এখনও চিকিৎসাধীন।



মন্তব্য চালু নেই