চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন

সারাদেশের ন্যায় মঙ্গলবার পাবনার চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপিত হয়েছে। নববর্ষ বরণে নবরূপে সাজানো হয়েছে চারিদিকে।

উপজেলা প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখের সকালে পান্তা-ইলিশ খাওয়ার। পৌর শহরের সকালে পান্তা ইলিশের পরপরই বের হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় বাংলা ১৪২২ সালকে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, শিল্পী সমন্বয়, রংধনু যুব সংঘ, স্কুল-কলেজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, আলোচনা সভা, লোকনৃত্য নাট্য, বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করে।

সকাল ৯টার দিকে পৌর সদরের বালুচর মাঠ থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শতশত লোক জড়ো হয়ে একসঙ্গে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেয়। তারা হাতি-ঘোড়া, বাঘ, পাখি ইত্যাদির ঐতিহ্যগত মুখোশ পড়ে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৃথক পৃথক কর্মসূচীতে যোগ দেয়। বিকেলে উপজেলা প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।



মন্তব্য চালু নেই