চাটমোহরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

সারাদেশের ন্যায় শনিবার যথাযোগ্য মর্যাদায় পাবনার চাটমোহরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল ঘাতকের বুলেটের আঘাতে সপরিবারে শাহাদত বরণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারী-বেসরকারী ভবন, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দিবসটি পালনে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠন গুলো নানা কর্মসূচী মধ্যে দিয়ে পালন করে। সকাল ৮ টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি চাটমোহর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা শহীদ মিনারে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব এলাহী বিশু, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা, উপজেলা যুবলীগ সভাপতি সাজেদুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান, আলতাব হোসেন বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ দিবসটিতে নানা কর্মসূচী পালন করে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলো বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

উপজেলা প্রশাসন  দিবসটি উপলক্ষে চাটমোহর উপজেলা প্রশাসন কর্মসূচী পালন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কালো ব্যাজ ধারণ করা হয়।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত হয় শোক র‌্যালী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল করিম আরজ খান।

বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু প্রমুখ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।



মন্তব্য চালু নেই