চাকরির বদলে ঘরে ঘরে ইজি বাইক দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান

প্রধানমন্ত্রীর কাছে প্রতি ঘরে ঘরে একটি করে ইজি বাইক দেয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য ও বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, ‘আপনি ঘরে একজনকে ১টি করে চাকরি দেয়ার কথা বলছেন। কিন্তু এত চাকরি দেয়া সম্ভব নয়। তাই প্রতিটি ঘরে একটি করে ইজি বাইক দিন। তাহলে দেশের দরিদ্র মানুষের সংখ্যা অনেক কমে যাবে।’

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোল টেবিল মিলনায়তনে বাংলাদেশ ইজি বাইক আমদানি ও সরবরাহকারী ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আন্দোলন অনেক হয়েছে। এখন দরকার আলোচনা। ইজি বাইকের জন্য প্রয়োজন হচ্ছে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা। ইজি বাইকের জন্য ইজি আন্দোলন করা।’

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য মুশফিকুর রহমান মিন্টু বলেন, ‘বাংলাদেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে প্রায় ৮/১০ লাখ ইজি বাইক গাড়ি চলছে। যা পরিবেশের ক্ষতি করে না। সরকার এই গাড়ি নীতিমালার আওতায় এনে প্রতিটি গাড়িতে ৫ হাজার টাকা বাৎসরিক রাজস্ব আদায় করলে বছরে পাঁচশত কোটি টাকা রাজস্ব সংগ্রহ হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযানের নামে ইজি বাইক ও এর চালকদের হয়রানি করা হচ্ছে। তাই এই পরিবহনের সাথে জড়িত সংশ্লিষ্ট পরিবার খুবই অস্বস্তির মধ্যে আছে।’

প্রধানমন্ত্রীর কাছে রাজধানীসহ দেশের সকল শহরে বিনা বাধায় ইজি বাইক চলার সুব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইজি বাইকের ফলে দেশের বেকার সমস্যা কমার পাশাপাশি ২৫ লাখ পরিবার স্বচ্ছল জীবন যাপন করতে পারছে। ইতিমধ্যে এই বাহনের সাথে জড়িত ব্যবসায়ীরা ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগও করছে।’

সংগঠনের সভাপতি এ এইচ খায়রুল আলমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা কাজী মাসুদ, অরুন সরকার রানা, সংগঠনের সহ-সভাপতি মো. মফিজুর রহমান, রহিম আফরোজের প্রতিনিধি তারেকুজ্জামান তালুকদার প্রমুখ।



মন্তব্য চালু নেই