চাঁদের জমি বিক্রি করে কোটিপতি!

বিষয়টি অদ্ভুত শুনালেও সত্য যে ডেনিস হোপ নামে এক ব্যক্তি চাঁদের জমি বিক্রি করে কোটিপতি বনে গেছেন। এমনকি তিনি চাঁদের মালিকানাও তার দাবি করেন।

৬৬ বয়সী সাবেক ঐ গাড়ির সেলসম্যান দাবি করেছেন, চাঁদের আসল মালিক তিনি। ২০০৪ সাল থেকে চাঁদের সিংহাসন তার দখলে। তার দাবি, চাঁদের আসল মালিকানার দলিল তার কাছেই আছে। তবে সেই দলিল কে তৈরি করল, সেটার জবাব দেন না।

হোপের দাবি, জাতিসংঘ চাঁদের ওপর কোন রাষ্ট্রের দখল অধিকার না থাকলেও কোন ব্যক্তির ক্ষেত্রে কোনো বাধা নেই। গোটা চাঁদের সব জায়গার ভূচিত্র তাঁর কাছে রয়েছে। আর সেটা নিয়েই হোপ নেমে পড়েছেন চাঁদের জমি বিক্রি করতে। প্লট ভাগ করে চাঁদের জমি অনলাইনে বিক্রি করে ইতিমধ্যে কোটিপতি হয়ে গেছেন তিনি। প্রতি একর জমির দাম নির্ধারণ করেছেন মাত্র ১৯.৯৯ ডলার।

টম ক্রুজ থেকে টম হ্যাঙ্কস হলিউডের বেশ কয়েকজন তারকা সহ ৬০ লক্ষ মানুষ চাঁদে জমি কিনে ফেলেছেন। তবে তার এই দাবিকে লোকজন নিছক পাগলামি বলেই উড়িয়ে দিচ্ছেন।-জি নিউজ



মন্তব্য চালু নেই