চাঁদনী চক মার্কেটের গেটে ছুরিকাঘাতে ব্যবসায়ী হত্যা

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার চাঁদনী চক মার্কেটের গেটের সামনে ছুরিকাঘাতে খোকন মোল্লা (৩০) নামের এক কসমেটিকস সামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবুল বেপারী (৩৮) নামের অপর এক ব্যবসায়ী।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকনের মৃত্যু হয়।

আহত বাবুল বেপারীকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন বাবুল বেপারী বলেন, তিনি ও খোকন যুবলীগের সদস্য। তাঁরা থাকেন কামরাঙ্গীরচর এলাকায়। দুজনই চাঁদনী চক মার্কেটের সামনে ফুটপাতে কসমেটিকস সামগ্রী বিক্রি করেন। অপর ফুটপাত ব্যবসায়ী সাহাবুদ্দিন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তবে কী কারণে হামলা চালিয়েছেন, তা তিনি জানেন না।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জুয়েল বলেন, ‘খোকনকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর বুকের মাঝে ধারালো অস্ত্রের আঘাত আছে, যা অনেকখানি গভীর। বাবুলের অবস্থা গুরুতর। তাঁর তিন ব্যাগ রক্ত লাগবে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।



মন্তব্য চালু নেই