চলে গেলেন সাংবাদিক আলতাফ মাহমুদ

বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল পৌনে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএফইউজের সাধারণ সম্পাদক ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।

সত্তরের দশকে সাংবাদিকতা পেশায় আসেন আলতাফ মাহমুদ। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।

এদিকে, আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই