চলতি বছরে বিদেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এম এ মালেকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং ৭লাখ ৩১ হাজার১১০ জন অদক্ষ কর্মী প্রেরণ করা হয়েছে। বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে।’

এদিকে গোলাম দস্তগীর গাজীর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৯৭৬ হতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে ছাড়পত্র নিয়ে ২৮লাখ ৪১হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গমন করেছে। সৌদি আরব হতে ২০১৫-১৫ সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ এবং ২০১৬-১৭ (ডিসেম্বর ২০১৬ পর্যন্ত) সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার।’



মন্তব্য চালু নেই