চলতি অর্থবছরে ১.৭৬ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে ১১টি প্রকল্পে অর্থসহায়তার বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার দেবে সংস্থাটি।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামার সঙ্গে এক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে মন্ত্রীর দফতরে এ বৈঠক হয়।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যেই এ সেতুর কাজ অনেকটাই এগিয়েছে। এটি একটি সমাধান করা ইস্যু। এ বিষয়ে প্রশ্ন করার কিছু নেই।



মন্তব্য চালু নেই