চবি’র ‘ইয়ুথ ফেস্ট’, আসছেন সোলায়মান শোখন ও ব্যান্ডশিল্পী শাফিন

সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ শে মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে যুব উৎসব ‘বাংলাদেশ ইয়ুথ ফেস্ট-২০১৬’। এতে অংশ নেবেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এবারের উৎসবের প্রতিপাদ্য ‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’। উৎসবের আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। সহযোগিতায় ছিল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও প্রথম আলোসহ কয়েকটি প্রতিষ্ঠান।কাল উপস্থিত থাকবেন তরুণ উদ্যোক্তা সোলায়মান শোখন,সালমান মুক্তাদির,ব্যন্ডশিল্পী শাফিন আহমেদ প্রমুখ।

উৎসবে সামাজিক সমস্যা সমাধানের ধারণা, প্রযুক্তি ও মুঠোফোন সম্পর্কে ধারণা ও বিভিন্ন ব্যবসায়িক 12527705_991817120866464_1225986127_nউদ্যোগের ধারণা উপস্থাপন করা হয়। এ ছাড়া ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে এবং তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে তা চিহ্নিত করে উপস্থাপন ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা।

উৎসবের প্রতিযোগিতায় ‘নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী উদ্যোগ’ ক্যাটাগরিতে নারী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ব্যবসায়িক ধারণাগুলো থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তালিকায় থাকা শিক্ষার্থীরা যাতে নিজেদের উপস্থাপিত ধারণার আলোকে ভবিষ্যতে ব্যবসা শুরু করতে পারেন, সে বিষয়ে ডিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ‘নতুন ব্যবসায়িক পরিকল্পনার ধারণা সৃষ্টি’ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ নেওয়ারও সুযোগ পাবে।

আঞ্চলিক পর্যায়ে বিজয়ী দল আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ঢাকায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবাদের বৈশ্বিক বাজারের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করা এ আয়োজনের লক্ষ্য। সাতটি বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেবেন।

12884625_991818804199629_1845068464_n

দেশের ভবিষ্যত তরুণ সমাজকে আগামী দিনের তথ্য-প্রযুক্তি নির্ভর দুনিয়ায় যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা। ঢাকা চেম্বারের সহায়তায় এই কাজটিই করবে বাংলাদেশ ব্যান্ড ফোরাম।

ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আগ্রহী তরুণদের বাছাই করে নিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। একারণে এবারের ফেস্টিভ্যালের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে রূপান্তরের জন্য জ্ঞান।

12884537_991817317533111_2044851661_n



মন্তব্য চালু নেই