চন্দ্রিমা উদ্যান সংলগ্নে বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানসংলগ্ন উড়োজাহাজ ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে মো. রফিক (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, রফিক ও তাঁর মেয়ের জামাই মো. মফিজুল ইসলাম ডাব্লু শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গাবতলীর উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি চন্দ্রিমা উদ্যান এলাকায় উড়োজাহাজ ক্রসিং পার হওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস অটোরিকশাটি চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও জামাই-শ্বশুর গুরুতর আহত হন। পরে আশপাশে থাকা লোকজন তাঁদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, বিহঙ্গ পরিবহনের বাসটি চালকসহ আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই