কলারোয়ায় আইজিপি কাপ যুব কাবাডি সম্পন্ন

চন্দনপুর চ্যাম্পিয়ন-রানার্স আপ জয়নগর

সাতক্ষীরার কলারোয়ার হাইস্কুল ফুটবল মাঠে আইজিপি কাপ (অনুর্ধ্ব-২১) যুব কাবাডি খেলার ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে জয়নগর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চন্দনপুর ইউনিয়ন।

বাংলাদেশ পুলিশ, কলারোয়া থানা আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (সদর সার্কেল) আনোয়ার সাঈদ ও এএসপি হেডকোয়ার্টার মেহেদী হাসান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ আহম্মেদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক অধ্যাপক কে,এম আনিছুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রচার সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক এমএ সাজেদ, জাকির হোসেন, ফিরোজ জোয়ার্দ্দার, বাবলু হোসেন, এসআই কেএম মোয়াজ্জেম হোসেন, এসআই হিমেল হোসেন, এসআই তানভির আহম্মেদ, এসআই সুব্রত বিশ্বাস, এসআই আহাদ আহম্মেদ, এএসআই কামরুজ্জামান জিয়া, এএসআই ইকবাল মাহমুদ, এএসআই নাজিবুর রহমান, এমসআই আসাদুজ্জামান, এএসআই মিজানুর রহমান, এএসআই লিটন হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম বাবু, মনিরুল ইসলাম মেম্বার, বদরুজ্জামান মেম্বার, মফিজুল ইসলাম প্রমূখ।

খেলার ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম।

মাঠের খেলাগুলি পরিচালনা করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাসুদ পারভেজ মিলন, রেজাউল করিম লাভলু, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল ওহাব মামুন, নাজমুল হাসনাইন মিলন, স্বপন কুমার চৌধুরী। জোন ভিত্তিক বাছাই পর্বের খেলা শেষে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ ও চন্দনপুর ইউনিয়ন পরিষদ, জয়নগর ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তুলসীডাঙ্গা ওয়ার্ড সেমিফাইনালে খেলার সুযোগ পেয়ে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার তুলসীডাঙ্গা ওয়ার্ড প্রতিপক্ষের কাছে পরাজিত হয়।

পরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চন্দনপুর ইউনিয়ন জয়নগর ইউনিয়নের মুখোমুখি হয়। দর্শক পূর্ণ মাঠে শেষ পর্যন্ত জয়নগর ইউনিয়নকে পরাজিত করে চন্দনপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। ৩দিন ব্যাপী আইজিপি কাপ কাবাডির শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার পান জয়নগর ইউনিয়নের ইমরান হোসেন।

খেলা শেষে রাতে ওই এলাকার বিট অফিসার এসআই হিমেল হোসেনের নেতৃত্বে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে বিজয়ী দল। উল্লেখ্য, প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ বিকেল থেকে রাত অবধি মঞ্চে বসে সবগুলো খেলা উপভোগ করেন।



মন্তব্য চালু নেই