চতুর্থ আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবসে গণবিতে র‍্যালী ও সেমিনার

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,: ‘স্টাডি ইন মেডিকেল ফিজিক্সঃ কী টু সাকসেস’ এই থিম কে প্রতিপাদ্য করে

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে গণ বিশ্ববিদ্যালয়ের ‘মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের উদ্যোগে ৭ নভেম্বর সোমবার ‘চতুর্থ আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস ২০১৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী এবং বিশিষ্টজনদের অংশগ্রহনে এক শুভেচ্ছা র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে আবার একাডেমীক ভবনের সামনে এসে শেষ হয় ।

এসময় বাংলাদেশ মেডিকেল ফিজিসিস্ট সোসাইটির (বিএমপিএস) প্রতিষ্ঠাতা সভাপতি ড. হাসিন অনুপমা আজহারি, সভাপতি ড. কুমারেশ চন্দ্র পাল,সহসভাপতি আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক নূপুর কর্মকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে এক সেমিনারের মধ্যদিয়ে বিশ্বে চিকিৎসাশাস্ত্রে মেডিকেল ফিজিসিস্টদের অবদান এবং দেশের মেডিকেল ফিজিসিস্টদের তুলনামূলক অবস্থান তুলে ধরা হয়।



মন্তব্য চালু নেই