‘চট্টগ্রাম সিটিকে হাতি গিলে খাবে’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত ও চট্টগ্রম সম্মিলিত নাগরিক পরিষদ মনোনীত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ বলেছেন, হাতি গিলে খাবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে। বন্যেরা বনে সুন্দর; তাই হাতি বনে থাকলেই ভালো। এ হাতি লোকালয়ে এলে মানুষের জানমাল ধ্বংস হবে; এর সন্ত্রাসী তান্ডবে জনপদ, শস্য ক্ষেত, ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে যাবে। তাই চসিক নির্বাচনে ভেটারদেরকে সতর্কভাবে মুল্যবান ভোট দিতে হবে। উল্লেখ্য, চসিক নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের প্রতীক ‘হাতি’।

শুক্রবার চট্টগ্রাম মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় নির্বাচনী প্রতীক হাতি থেকে সতর্ক থাকার আহ্বান জানান সোলায়মান শেঠ। তিনি বলেন, ‘যোগ্য প্রার্থী দেখে মহামুল্যবান ভোট দিতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এরশাদের গড়া। নগরীর সব উন্নয়ন জাতীয় পার্টি সরকারের অবদান। সাবেক মেয়ররা আমাদের ভিত্তির ওপর সিটি করপোরেশন পরিচালনা করেছেন মাত্র। আমি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দলীয়করণমুক্ত রেখে জবাবদিহিতা নিশ্চিত করবো। আমাকে ‘ডিশ এন্টেনা’ মার্কায় ভোট দিয়ে একবার সুযোগ দিন।’

জাপা নেতা আলহাজ্ব শামসুল আলম দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্মিলিত সচেতন নাগরিক পরিষদের সদস্য সচিব তপন চক্রবর্ত্তী, প্রচার সেলের আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী, জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আলী ইমরান চৌধুরী, ছগির আহম্মদ, ছগির আহমদ সোহেল, আলমগীর চৌধুরী, কে.এম. নুরুল আবছার রনি, আমিনুল হক আমিন, কাজী ফজলে হাসান শাহীন, কায়সার হামিদ মুন্না, জামসেদ আলম, মাওলানা এনামুল হক, শ্রমিক নেতা মো: শফিক, আবদুল মতিন, যুবনেতা রাজু আহমেদ, ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।



মন্তব্য চালু নেই