চট্টগ্রামে হত্যার দায়ে ২ ভাইয়ের ফাঁসির আদেশ

চন্দনাইশ উপজেলায় ব্যবসায়ী মনসুর আহম্মদ খানকে কুপিয়ে হত্যার দায়ে ২ ভাইকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে ছয়জনকে বেখসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, চন্দনাইশের মধ্যম বাইনজুরি গ্রামের বাসিন্দা হেশাম উদ্দিন ও তার ভাই মোহাম্মদ শহিদ। দণ্ডিতরা বর্তমানে পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ূব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে ৭ মার্চ রাত সাড়ে ১০ টায় চন্দনাইশের মধ্যম বাইনজুরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী মনসুর আহম্মদ খানকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হারেজ খান পরিদিন চন্দনাইশ থানায় ৮ জনকে আসামি করেে একটি মামলা দায়ের করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১২ সালের ১০ এপ্রিল ৮ জনকেই অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। ২৬ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ৬ বছর পর আদালত এ মৃত্যুদণ্ডের রায় দিলেন।



মন্তব্য চালু নেই