চট্টগ্রামের নির্বাচন হচ্ছে যেসব পৌরসভার

দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে নির্বাচন হবে ২৩৪টিতে। আর এ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর বুধবার। অন্যগুলোর মধ্যে কয়েকটির মেয়াদ এখনো শেষ হয়নি। আবার কোনোটা নিয়ে মামলা ও সীমানা জটিলতা রয়েছে। এজন্য ওইসব পৌরসভায় নির্বাচন এখনই সম্ভব হচ্ছে না।

চট্টগ্রামের যে সব পৌরসভায় নির্বাচন হচ্ছে তা হলো : সন্দ্বীপ, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, মীরসরাই, পটিয়া, রাউজান, বারইয়ারহাট, রাংগুনিয়া ও সীতাকু-।

এসব এলাকায় ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর বৃহস্পতিবার, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর শনি এবং রোববার আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর রোববার।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১১ সালে ৩১৯টি পৌরসভার মধ্যে ২৮৫ টিতে নির্বাচন হয়। ওই বছর ১২ জানুয়ারি ৭৭ টি, ১৩ জানুয়ারি ৪৭ টি, ১৭ জানুয়ারি ৪৫ টি এবং ১৮ জানুয়ারি ৩৫ টি পৌরসভায় নির্বাচন হয়। বাকিগুলো পর্যায়ক্রমে হয়।



মন্তব্য চালু নেই