ঘূর্ণিঝড় রোয়ানু : হাতিয়ায় ২৫ গ্রাম প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে বৈরী আবহাওয়ায় টানা ভারী বর্ষণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকায় প্রায় ৪ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত কয়েক হাজার মানুষ।

শনিবার সকালে বেড়িবাঁধ ভেঙে ও বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি ডুকে গ্রামগুলো প্লাবিত হয়েছে।

প্লাবিত গ্রামগুলো হচ্ছে- সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রাম, পশ্চিম মাইজচরা, পশ্চিম সোনাদিয়া গ্রাম, পন্ডিত গ্রাম, নাছিম গ্রাম। সুখচর ইউনিয়নের চর আমানউল্লা গ্রাম, রামচরণ বাজার, কামাল বাজার, চেয়ারম্যান বাজার, বৌ-বাজার, দাসপাড়া, কাহার গ্রাম, দরগা গ্রাম, বাদশা মিয়াগো গ্রাম, কাদির সর্দার গ্রাম ও মালিশাগো গ্রাম। চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, কালুহাজির গ্রাম, আফাজিয়া। তমরদ্দি ইউনিয়নের আঠারবেকী, জোবায়েরা, বেজুগালিয়া, জোড়খালী, কোরালিয়া, মদনখালী। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান মোহাম্মদ মহি উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে দূর্যোগ কবলিত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছেনা। তবে যতদ্রুত সম্ভব ওইসব এলাকার মানুষজনকে নিরাপদে সরিয়ে আনা হচ্ছে।



মন্তব্য চালু নেই