ঘুষ ছাড়া চাকরি চেয়ে রাস্তায়

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ঘুষবাণিজ্যের অভিযোগ এনে ঘুষ ছাড়া চাকরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যুব ইউনিয়ন। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে যুব ইউনিয়ন পল্টন থানার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ।

ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ মুক্ত মেধার ভিত্তিতে চাকরি, নিয়োগের আবেদনে ব্যাংক ড্রাফট-পে-অর্ডার, চালান প্রথা বাতিল, চাকরি প্রাপ্তির বয়সসীমা বৃদ্ধিকরণ ও নিয়োগ পরীক্ষা জেলা সদরে নেয়ার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

মানবন্ধনে বক্তারা বলেন, অনিয়ম, দুর্নীতি আর ঘুষের কারণে অনেক মেধাবী সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। আর মেধাহীনরা সরকারের উচ্চ পর্যায়ে মোটা অংকের ঘুষের বিনিময়ে চাকরি নিয়ে পুরো দেশটাতে ঘুষের রাজত্ব কায়েম করেছেন।

যুব ইউনিয়ন পল্টন থানার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুব ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাবেক সভাপতি কাফি রতন, সিপিবির পল্টন থানার সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ঢাকা মহানগরের সভাপতি ত্রিদিব সাহা প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই