ঘুষি খেলেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হয়তো স্বপ্নেও কখনো ভাবেননি তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বুধবার নিজের এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক কিশোরের ঘুষি খেয়েছেন রাজয়। তাও আবার মুখমণ্ডলে।

স্পেনের উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া অঞ্চলের পন্টিভেদরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী রাজয়। এ সময় কালো জ্যাকেট ও ক্যাপ পরিহিত এক কিশোর এগিয়ে এসে তার মুখে ঘুষি মারে। ভিডিওতে দেখা গেছে, ঘুষির আঘাতে প্রধানমন্ত্রীর চোখে থাকা চশমা ভেঙে গেছে।

এ ছাড়া তার মুখমণ্ডল কেটে গেছে, এমন লাল দাগও দেখা গেছে। রাজয়ের দল পপুলার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং এরপরও শহরজুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, তার কারণও জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এর আগে গত সোমবার রাজয় তার বিরোধী বলে পরিচিত সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো সানচেজকে বলেছিলেন, সে হচ্ছে ‘চরম হতভাগা।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরটি হয়তো সানচেজের দলের সমর্থক।



মন্তব্য চালু নেই