বরিশালে পরামর্শ সভায় বক্তারা

“ঘরে বসে থাকলে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না”

“বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সর্বক্ষেত্রে অগ্রধিকার দিয়ে যাচ্ছেন। এখন আর ঘরে বসে থাকা যাবেনা। গ্রামীণ জনপদের নারীরা এখনও সমাজে নানাকুসংস্কারের স্বীকার হচ্ছেন। ওইসব কুসংস্কার থেকে নারীদের বের হয়ে আসতে হবে। কারণ ঘরে বসে থাকলে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না”।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারীদের অবদানের স্বীকৃতির জন্য প্রচারাভিযানের দ্বিতীয় পর্বে “ক্ষেতজুড়ে ওই সোনার ধান, নারী শ্রমের অবদান” শ্লোগান নিয়ে উপজেলা পর্যায়ে নারী কৃষক ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তারা উল্লেখিত কথাগুলো বলেছেন। বেসরকারি এনজিও আভাসের আয়োজনে জেলার গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।

আভাসের কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান ও নারী নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজ।

বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মনি বেগম, ফাতেমা জান্নাত চাঁদনী, কবি শিকদার রেজাউল করিম প্রমুখ। সভায় উপজেলার সফল নারী উদ্যোক্তা, নারী কৃষক ও নারী নেত্রীসহ সাংবাদিক, কৃষিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই