ঘন ঘন বায়ুত্যাগ করে চাকরি হারালেন কর্মকর্তা

‘থ্রি ইডিয়টস’ ছবির রামালিঙ্গনকে নিশ্চয়ই মনে আছে? যারা ছবিটি দেখেছেন রামালিঙ্গনকে ভুলা তাদের খুবই কষ্ট হবে। কারণ সময়ে অসময়ে বায়ুত্যাগের জন্য বন্ধুরা তাকে ‘সাইলেন্সর’ বলে ডাকতো। তবে এ কাজ করে চাকরি হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার রিচার্ড ক্লেম।

একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন রিচার্ড ক্লেম। অতিরিক্ত স্থূলতার জন্য তার শরীরে নানা সমস্যা আগে থেকেই ছিল। সে কারণে ২০১০ সালে গ্যাস্ট্রিক বাইপাস অস্ত্রোপচারও করান তিনি। তারপর থেকেই এ উটকো ঝামেলা শুরু। অফিসে ঘন ঘন বায়ুত্যাগের অভিযোগ শুনতে হয় তাকে। অভিযোগে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রিচার্ডকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। স্বামীর এই হেনস্থা সহ্য করতে না পেরে একইদিনে ওই অফিস থেকে পদত্যাগ করেন রিচার্ডের স্ত্রীও।

এ বিষয়ে অবশ্য সংস্থার দাবি, অফিসে দুর্গন্ধ নিয়ে কর্মীদের পাশাপাশি ভিজিটররাও অভিযোগ করতেন।

কিন্তু রিচার্ড ক্লেম দাবি করছেন, তিনি এবং তার স্ত্রী অফিসের এক কোণায় বসেই কাজ করতেন। ভিজিটরদের সঙ্গেও দেখা করতেন না। কিন্তু এখন তার একটাই আক্ষেপ, এই বায়ুত্যাগ নিয়ে খবর ছড়িয়ে পড়ায় নতুন করে চাকরি খুঁজতে কষ্ট হবে।



মন্তব্য চালু নেই