গয়েশ্বরের জামিন নামঞ্জুর

চকবাজার থানার নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আসামি পক্ষের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার তার জামিন নামঞ্জুর করেন।

গয়েশ্বরের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ মঙ্গলবার চকবাজার থানার মামলায় জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে ২৬ ডিসেম্বর শাহবাগ থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩০ ডিসেম্বর তুরাগ থানার অপর একটি মামলায় দুই দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।



মন্তব্য চালু নেই