গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবার খুলছে বেরোবি

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। নির্ধারিত ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং মঙ্গলবার থেকে একাডেমিক সকল কার্যক্রম চালু হবে।

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে এর আগে ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের এক নোটিশের মাধ্যমে গত ১৯ জুন থেকে ২৭ জুন একাডেমিক এবং ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রশাসনিক বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কমর্মকর্তা মো: আলী হাসান জানান, গ্রীষ্মকালীন বন্ধ শেষে আগামীকাল থেকে শিক্ষক-কর্মকর্তাদের জন্য বাস চলবে এবং আগামী মঙ্গলবার থেকে চলবে শিক্ষার্থীদের বাস। এছাড়াও সোমবার থেকে মেডিকেল সেন্টার এবং কেন্দ্রীয় লাইব্রেরি খোলা থাকবে বলে জানা গেছে। আগামীকাল থেকেই সাইবার সেন্টার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ড. মো: তাজুল ইসলাম।

উল্লেখ্য যে, প্রথম দিকে গ্রীষ্মকালীন ছুটি ১৬ জুন থেকে ২৬ জুন থাকলেও পরবর্তী সময়ে এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করে ১৯ জুন থেকে ২৭ জুন ছুটি ঘোষণা করা হয়।



মন্তব্য চালু নেই