গ্রিসে চলছে জাতীয় নির্বাচন, এগিয়ে সাইরিজা

২৫ জানুয়ারি রোববার গ্রিসে জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। প্রারম্ভিক জনসর্থনের উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দল সাইরিজা হতে যাচ্ছে এবারের বিজয়ী। সাইরিজা নির্বাচনী প্রচারণায় এবার এগিয়ে রেখেছিল গ্রিসের অর্থনৈতিক মন্দামুক্তির বিষয়টিকে। বিগত অর্থবছরে দারুণ মন্দার সম্মুখীন হওয়া পর বিষয়টি দেশটিতে এ মুহূর্তে সর্বাধিক আলোচিত।

স্থানীয় সময় সকাল ৭:০০ টায় ভোটগ্রহণ শুরু হয়। টানা ১২ ঘণ্টা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭:০০টায় এ প্রক্রিয়া সমাপ্ত হবে। ধারণা করা হচ্ছে, রাত নাগাদই জানা যাবে কোন রাজনৈতিক দল হতে যাচ্ছে এবারের বিজয়ী। জানা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তিনিস সামারাসের মধ্য ডানপন্থী রাজনৈতিক দল নিউ ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ভোটের ব্যবধান ক্রমশ বাড়াচ্ছে অ্যালেক্সিস সিপ্রাসের সাইরিজা।

অর্থনৈতিক চরম মন্দাবস্থার কারণে গ্রিস বিগত অর্থবছরগুলোয় জাতীয় বাজেটে উল্লেখযোগ্য কৃচ্ছতা অবলম্বন করেছে। ধস ঠেকাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছেও হাত পেতেছিল দেশটি।



মন্তব্য চালু নেই