গ্রিল কেটে ঝুলন্ত তরুণীকে উদ্ধার (দেখুন ভিডিওতে)

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরে বহুতল ভবনের জানলার গ্রিল কেটে ঝুলন্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। পার্শ্ববর্তী ভবনটিতে কর্মরত দুই নির্মাণ শ্রমিক ওই তরুণীকে উদ্ধার করেন।

প্রথমে তারা পাশের বহুতলের ছাদে ওঠেন। তারপর একজন সেখান থেকে প্রাণ বাজি রেখে তিন তলার কার্নিশ বেয়ে ওই জানলার কাছে এসে পৌঁছান। সেখানে তিনি নিচে থেকে ওই তরুণীর পা উপরের দিকে তুলে ধরেন। যাতে গলায় গ্রিলের চাপ কম পড়ে। এরপর অন্যজন ওই কার্নিশ বেয়ে গ্রিলের উপর উঠে হ্যাক্সো ব্লেড দিয়ে গ্রিল কাটার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী লিউ জানিয়েছেন, ওই তরুণীর আর্তনাদ শুনে তিনিও রাস্তায় বেরিয়ে আসেন। এরপর ঘর থেকে একটি বড় কম্বল নিয়ে ওই জানলার নিচে চলে আসেন। আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাহায্যে সেই কম্বল টেনে ধরেন তিনি। যাতে কোনোভাবে ওই তরুণী নিচে পড়ে গেলে তাকে বাঁচানো যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় গ্রিল থেকে মুক্ত করা ওই ওই তরুণীকে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার চেষ্টা করছিলেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই