গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা : এরশাদ

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ‘মরার উপর খাড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সরকারকে এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এরমধ্যে নতুন করে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দেশের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো।

তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্তের কারণে দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। এতে নির্দিষ্ট আয়ের মানুষ দুর্দশার মধ্যে পড়বে।

সরকারের এ সিদ্ধান্তকে হটকারী উল্লেখ করে এরশাদ বলেন, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে, সেখানে মূল্য না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো, সরকারের জনস্বার্থ বিরোধী পদক্ষেপ ও হটকারী সিদ্ধান্ত।

বৃহস্পতিবার বিকেলে গ্রাহক পর্যায়ে ফের গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম গড়ে ২৬.২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ২.৯৩ শতাংশ বাড়ানো হয়েছে।

সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে। গ্যাসের এক চুলার বিল ৬০০ এবং দুই চুলার বিল ৬৫০ টাকা করা হয়েছে। বর্ধিত এই মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।



মন্তব্য চালু নেই