গ্যাংনাম স্টাইলের পর সাইয়ের ‘ড্যাডি’ কাহিনী

২০১২ সালে সাউথ কোরিয়ার এক অখ্যাত গায়ক রিলিজ দেন তার ছ’নম্বর অ্যালবাম। সবাই এমনকি শিল্পী স্বয়ং ধরেই নিয়েছিল যে বিগত বছরগুলোতে রিলিজ হওয়া আর পাঁচটা অ্যালবামের মতই হয়তো ধরাবাধা কিছু মানুষ শুনবে গানগুলো। কিন্তু অ্যালবামটির ‘গ্যাংনাম স্টাইল’ নামের একটি গান আর ধরাবাধা কিছু মানুষের মধ্যে থাকলো না। থাকলো না শুধু দক্ষিণ কোরিয়ার শ্রোতাদের মধ্যেও। জুলাই মাসে মুক্তি পাওয়া অ্যালবামটির গান আগস্ট আসতে আসতেই ছড়িয়ে গেল পুরো বিশ্বে। ইউটিউবে ঘটালো বিস্ফোরণ। প্রথমবারের মত কোনো ভিডিও প্রায় আড়াই বিলিয়ন মানুষ দেখলো। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়ার এক অখ্যাত গায়ক ‘সাই’-এর ‘গ্যাংনাম স্টাইল’ পৃথিবীতে এক মাসের ব্যবধানে খ্যাতি পেয়ে গেল। আর সেই খ্যাতি এনে দেয়া ‘গ্যাংনাম স্টাইল’-এর পর ফের ‘ড্যাডি’ নামের একটি গান নিয়ে হাজির সাই।

৩০ নভেম্বর ইউটিউবে মুক্তি দেয়া গানটি। মুক্তির পর মাত্র সাত দিনের মধ্যেই সাইয়ের গানটি দেখা হয়ে যায় আড়াই কোটি বারের চেয়ে বেশী। এখানে দেখে নিতে পারেন সাইয়ের নতুন এই গানটি:

সাইয়ের নতুন মিউজিক ভিডিও ‘ড্যাডি’:



মন্তব্য চালু নেই