গো-হত্যার কারণে ভারতে ৪ যুবককে বিবস্ত্র করে প্রহার

ভারতের গুজরাট রাজ্যে গরুর মাংস ও চামড়ার ব্যবসা চালানোয় চার যুবককে বিবস্ত্র করে গাড়ির সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়েছে অন্য পাঁচ যুবক। নিজেদের ‘গো-রক্ষাকারী’ দাবি করে ওই চার যুবককে নির্মমভাবে মারধর করে তারা। এদিকে মারধরের ওই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েলে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিডিওতে আক্রমণকারীদের বলতে শোনা যায়, ‘ওরা সবাই ট্যানারি কর্মী। একটি গরুকে হত্যা করে তার মাংস বিক্রি করার জন্য লুকিয়ে রেখেছে এই চার যুবক।’ এরপরই পাঁচ অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করতে সমর্থ হয় তারা।

গত বছর বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে গো-মাংস নিষিদ্ধ করে রাজ্য সরকার। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ ওঠে। সেপ্টেম্বর মাসে গো-মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা মোহাম্মদ আখলাক নামের এক বৃদ্ধকে। ওই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।



মন্তব্য চালু নেই