গোল্ডেন বুটে এগিয়ে মুলার

গোল্ডেন বুট কার হাতে উঠবে? সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে এগিয়ে রয়েছেন কলম্বিয়ার তরুণ তুর্কি হামাস রদ্রিগেজ। ৫ ম্যাচে এই স্ট্রাইকার করেছেন ৬ গোল।

তার পরেই রয়েছেন জার্মানির থমাস মুলার। ৬ ম্যাচ থেকে জার্মান এই তারকা করেছেন ৫ গোল। ইতিমধ্যে মুলারের দল ফাইনালে উঠেছে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে থমাস মুলার যদি গোল পান সেক্ষেত্রে রদ্রিগেজকে পেছনে ফেলে গোল্ডেন বুটটি জিতে নিতে পারেন বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়।

গ্রুপপর্বের ৩ ম্যাচে চার গোল করেছিলেন মুলার। নক-আউট পর্ব ও কোয়ার্টার ফাইনালে কোনো গোলের দেখা পাননি তিনি। সেমিফাইনালে এসে ব্রাজিলের বিপক্ষে গোল করে এখন তিনি গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে এসেছেন।

ফুটবল ইতিহাসে মুলার হচ্ছেন তৃতীয় খেলোয়াড় যিনি টানা দুই বিশ্বকাপেই ৫টি করে গোল করেছেন। তার আগে থিওফিলো কুবিলাস ও মিরোস্থাভ ক্লোসা এই কৃতিত্ব স্থাপন করেছিলেন।

মুলারের পরেই রয়েছে ব্রাজিলের নেইমার ও আর্জেন্টিনার লিওনেল মেসি। তারা দুজনেই ৫ ম্যাচে করেছেন ৪ গোল।



মন্তব্য চালু নেই