‘গুলশান হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি’

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) ১১তম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেওয়ার বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ দাবি করেন।

এ এইচ মাহমুদ আলী বলেন, গুলশানের ঘটনায় কোনোভাবেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যার রূপ নিয়েছে, যার অংশ গুলশান হামলা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এ অপশক্তিকে অবশ্যই প্রতিহত করতে হবে। এই অপশক্তিকে প্রতিহত করতে সব বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে জাতীয় স্বার্থ বজায় রেখে সন্ত্রাস দমনে সহযোগিতা করতে চাওয়া সব দেশের কাছ থেকে প্রযোজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই