গুলশান লেকের ২১শতক জমি উদ্ধার

গুলশান-২ সংলগ্ন লেকের বেদখল হওয়া ২১ শতক জমি উদ্ধার করেছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।

শুক্রবার দুপুর পর্যন্ত রাজউক চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জমি পুনরুদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এ অভিযান শুরু হয়।

রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, গুলশান-২ সংলগ্ন লেকে ২১ শতক জমি স্থানীয় ভূমি দস্যু জাকির দীর্ঘ দিন ধরে দখল করে রেখেছিলো। এর আগে লেকের জমি উদ্ধার করতে গেলে ওই ভূমিদস্যু আদালত থেকে জমির উপর স্থগিতাদেশ নিয়ে আসে। সর্বশেষ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ২০০০ সালের জলাধার আইন লংঘন করার কারণে জমিটি উদ্ধারের জন্য রাজউককে নির্দেশ দেন। পরে সুপ্রিমকোর্টের নির্দেশনায় রাজউক জমির পুনরুদ্ধারে অভিযান শুরু করে।

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রাজউক গুলশান লেকের বেদখল হওয়া সকল ভুমি উদ্ধার করে সেখানে লোক চলাচলের রাস্তা তৈরি করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজউক চেয়ারম্যান।

অভিযান চলাকালে রাজউকের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রাজউকের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি, রাজউক সদস্য(সম্পত্তি) আব্দুল হাই প্রমূখ।



মন্তব্য চালু নেই